সূরা ফাতিহা আরবি, বাংলা উচ্চারণ
(Surah Fatiha is the first surah of the Holy Quran of Muslims. Consisting of 7 verses, this Surah is a very important Surah. One of the obligatory prayers of Muslims is to read this surah in every rak'ah of prayer.
Surah Fatiha is said to be more prestigious than other surahs. Allah Ta'ala used to break the various surahs of the Qur'an to the Prophet (PBUH). But, Surah Fatiha was revealed to the Prophet (PBUH) in complete form.
Like other Surahs, Surah Fatiha should be started with Bismillahir Rahmanir Raheem. Surah Fatiha is to be recited like any other Surah. However, there is no provision to break this Surah which is identified as Makki Surah. Many people call Surah Al-Fatihah as an unbroken surah because this surah is not broken.)
সূরা ফাতিহা মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন এর প্রথম সূরা । ৭টি আয়াত নিয়ে গঠিত এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। মুসলিমদের অন্যতম ফরজ ইবাদত নামাজের প্রতিটি রাকআতে এই সূরা পড়তে হয়।
অন্যান্য সুরাগুলোর চেয়ে সূরা ফাতিহাকে বিশেষ মর্যাদাপূর্ণ হিসেবে বলা হয়েছে।
কোরআনের বিভিন্ন সূরাগুলো আল্লাহ তায়ালা রাসূল (সাঃ) এর কাছে ভেঙে ভেঙে দিতেন। কিন্তু, সূরা ফাতিহা পরিপূর্ণ রূপে রাসূল (সাঃ) এর কাছে নাযিল হয়েছে।
অন্যান্য সূরার মতো বিসমিল্লাহির রাহমানির রাহীম বলেই সূরা ফাতিহা শুরু করতে হয়। অন্যান্য সূরার মতোই সূরা ফাতিহা পাঠ করতে হয়। তবে, মক্কী সূরা হিসেবে চিহ্নিত এই সূরাটি ভেঙে পড়ার কোন বিধান নেই। এই সূরাটি ভেঙে পড়া হয় না বিধায় সূরা ফাতিহাকে অনেকে অখণ্ড সূরা বলে ডাকেন।
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
উচ্চারণ: বিসমিল্লাহির রাহমানির রহিম
অর্থ: পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহ তায়ালার নামে শুরু করছি।
১. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ: আলহামদুলিল্লা-হি রব্বিল আ-লামীন
অনুবাদ: সকল প্রশংসা জগতসমূহের পালনকর্তা আল্লাহর জন্য।
২. الرَّحْمَٰنِ الرَّحِيمِ
উচ্চারণ: আর রহমা-নির রহীম
অনুবাদ: যিনি অতীব দয়ালু ও মেহেরবান।
৩. مَالِكِ يَوْمِ الدِّينِ
উচ্চারণ: মা-লিকি ইয়াওমিদ্দি-ন
অনুবাদ: বিচার দিনের একমাত্র মালিক।
৪. إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
উচ্চারণ: ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যা-কানাছতাইন
অনুবাদ: আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য কামনা করি।
৫. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
উচ্চারণ: ইহদিনাস সিরাতাল মুসতাকি-ম
অনুবাদ: আমাদের সরল পথের নির্দেশ দান করুন।
৬. صِرَاطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
উচ্চারণ: সিরা-তাল্লাযীনা আন’আম’তা আলাইহিম
অনুবাদ: তাদের পথ, যাদের তুমি অনুগ্রহ দান করেছ।
৭. غَيۡرِ ٱلْمَغْضُوبِ عَلَيۡهِمۡ وَلَا اَ۬لضَّآلِّينَ
উচ্চারণ: গাইরিল মাগদূ’বি আলাইহীম ওয়ালাদ্দাল্লীন (আমিন)
অনুবাদ: তাদের পথ নয়, যারা তোমার ক্রোধের শিকার এবং যারা পথভ্রষ্ট হয়েছে।(কবুল করুন)
0 Comments